শহরের প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ শহরের গলাচিপার রুপচাঁন মিয়ার গলি থেকে রবিার দুপুর ১ টায় র্যাব-১১’র অভিযানে পরিত্যাক্তাবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয় । তবে কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি র্যাব ।
জানা গেছে,২৯ নভেম্বর ২০১৫ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গলাচিপায় রুপচান মিয়ার গলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুক শাহিন ও ফয়সাল গ্রুপ জড়ো হয়ে অস্ত্রের মহোড়া প্রদর্শন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল এএসপি শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্ত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করার সময় গলাচিপা কলেজ রোডস্থ রুপচান মিয়ার গলি ১৪৪/৩ মোঃ আরিফ সাহেবের ৪র্থ তলা বিল্ডিং এর বাউন্ডারী দেওয়াল সংলগ্ন কাচা রাস্তার উপর মাটি খোড়া দেখে সন্দেহ হলে উক্ত মাটি খুড়ে ১৪.১৫ ঘটিকার সময় মাটি খুড়ে একটি সচল বিদেশী ৭.৬৫ মিঃমিঃ পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী গ্রুপের লোকজন তাড়াহুড়া করে হালকা মাটি খুড়ে পিস্তলটি রেখে পালিয়ে যায়। পিস্তলটির আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। পিস্তলটির মালিক ও সন্ত্রাসী গ্রুপের সন্ধানে র্যাব কর্তৃক অভিযান অব্যহত আছে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত পিস্তলটি ফতুল্লা থানায় পরবর্তী কার্যক্রম গ্রহনের নিমিত্তে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply