নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বিশ্বের অন্যান্য দেশের মতো নারায়ণগঞ্জেও আজ ১ ডিসেম্বর পালন করা হয়েছে বিশ্ব এইডস দিবস। এ বছর বিশ্ব এইডস দিবস পালনের ২৮ বছর পূর্তি হচ্ছে। ১৯৮৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে এই দিনটি ব্যাপক উৎসাহ ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাস জানান, সরকারী মোতাবেক তাদের কাছে কোন তথ্য না থাকলে বিভিন্ন এনজিও সংস্থা মোতাবেক নারায়ণগঞ্জ জেলায় ২১ জন এইডস্ রোগী রয়েছে।
তিনি আরো জানান, এইডস রোগীদের সরকারী ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে এ রোগ নিয়ন্ত্রনে জনগণকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান সিভিল সার্জন।
২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ব এইডস দিবসে প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে, শূন্য লক্ষ্যমাত্রা অর্জন। এইচআইভি বা এইডস সংক্রমণের বিশ্ব প্রেক্ষাপটে এ বিষয়টির গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যমাত্রা অর্জনে ঝঁকিপূর্ণ ও এইচআইভি আক্রান্ত জনগোষ্ঠীর জন্য ঝুঁকি ও ক্ষতি হ্রাস, অত্যাবশ্যকীয় সেবা, চিকিৎসা সেবা ও সহযোগিতার নিশ্চিত করা এবং গণসচেতনতা বৃদ্ধিতে এইডস দিবস পালন তাৎপর্যময়।
এদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে সকাল ১০ টায় র্যালী বের করা হয়। এরপর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা: আশুতোশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিবুল আলম।
বিপিএলে চিটাগংকে ৯ উইকেটে হারলো রংপুর
নোয়াখালীতে ২ ব্যবসায়ীকে কুপিয়েছে যুবলীগ কর্মিরা
Leave a Reply