নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন সিকদার, বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইয়াসিন মিয়া প্রমূখ।
সভায় বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, মাদকে ছেয়ে গেছে পুরো বক্তাবলী। নদী পার হয়ে অবাধেই আসছে মাদক। ইউনিয়নের প্রায় ২৫ ভাগ যুবক মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। এখানে একটি ক্লাবে মাদকের হাট বসে। অবিলম্বে ব্যবস্থা না নিলে যুবসমাজকে রক্ষা করা কঠিন হয়ে পরবে।
আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আলীরটেক একটি শান্তিপূর্ন এলাকা ছিলো। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ইদানিং মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় শান্তি নষ্ট করতে চাচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এইসব মাদক ব্যবসায়ীদের না ধরে নিরীহ লোকদের ধরে নিয়ে গিয়ে হয়রানি করছে।
সভার সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী সবার বক্তব্য শুনে সংশ্লিষ্ট থানার ওসিদেরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসময় তিনি উল্লেখ করেন, আসন্ন পিএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩০ টি কেন্দ্র থাকবে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের দোকানপাট, কোচিং সেন্টারসহ সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া যাচ্ছে। আর এই নির্দেশনা সরকারের সর্বোচ্চ মহল থেকে এসেছে। আমরা যাতে শান্তিপূর্র্ণ পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করতে পারি সে ব্যাপারে সকলকে সচেষ্ট থাকার আহবান জানানো যাচ্ছে।
Leave a Reply