নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ জেলার আবাসিক এলাকা গুলোতে গ্যাস সংকট প্রকট আকার ধারন করেছে। পর্যাপ্ত পরিমান গ্যাসের সরবরাহের দাবিতে মানববন্ধন ও তিতাস কর্তৃপক্ষকে স্মারক লিপি প্রদান করেছে জেলা নাগরিক কমিটি। মঙ্গলবার দুপুর ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরীক কমিটির সভাপতি মো: এ.বি. ছিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বায়ক নিখিল দাশ, গণসংহতী আন্দোলনের সমন্বায়ক তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, নাগরীক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সম্পাদিকা শাহানারা বেগম প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, গ্যাস সংকট নামের সমস্যাটি বহু দিনের এবং এ সমস্যাটির কারণে একাধিক বার লিখিত অভিযোগ কার হয়েছে। কিন্তু কোন সমস্যার সমাধান হয়নি। কিছু দিন পূর্বে তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয় এমপি’রা ৫০ বছরের জন্য সমস্যা সমাধান করেছে বলে জানান। কিন্তু তার ৫ মাস পার হতে না হতেই আবাসিক বাড়ি গুলোতে ফের পূর্বের সেই গ্যাস সংকট দেখা দিয়েছে। তিনি আরো বলেন, এই সমস্যা যদি দ্রুত সমাধান না করা হয় তা হলে জেলার নাগরীকদের সাথে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ এর সাথে জড়িত সকলের মুখোস খুলে দিব।
এবি ছিদ্দিক বলেন, সরকার জনগণের প্রতি আন্তরিক না হওয়াতে যে ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সেই ভাবে সার্ভিস দিচ্ছে না। সকারের সংশ্লিষ্টি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ে দ্রুত এ সমস্যা সমাধানের জন্য জ্বালানী মস্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান কালে বর্তমানে গ্যাসের কোন সংকট নাই বলে দাবি করেন নারায়ণগঞ্জ তিত্যাসের উপ-মহাব্যবস্থাপক ও প্রকৌশলী মোঃ মুকবুল আহম্মদ।
Leave a Reply