নিউজ ডেস্ক: মেয়র আইভী, ব্যবহারে বংশের পরিচয়। পুথিগত বিদ্যায় বিদ্ধান হওয়া যায় কিন্তু শিক্ষিত হওয়া যায় না। সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করে সেই অশিক্ষিত এক জনপ্রতিনিধির পরিচয় দিয়েছেন।
আপনি আমাদের সিটি মেয়র, আপনি আমাদের নগরমাতা, আপনি যদি আমাদের অশ্লীলভাবে গালি দেন, পশুর বাচ্চা বলে গালি দেন আর আপনি যদি আমাদের নগরমাতা হন তবে সেই পশুটা কে হচ্ছে ম্যাডাম? এই কী আপনার শিক্ষার পরিচয়? এখনও সময় আছে, নিজেকে সংশোধন করুন। আগামী ৪৮ ঘন্টা সময়ের মধ্যে আপনার এই অশোভন আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনি আমাদের জনপ্রতিনিধি, আমরা আপনার এই আচরণে মর্মাহত। সাংবাদিকের বাইরেও আমরা এ দেশের নাগরিক, সাধারণ নাগরিক তথা জনগণ চাইলে জনপ্রতিনিধি বানাতে পারে, চাইলে নামাতে পারে। তাছাড়া আমরা সংবাদকর্মী সারাদিন আপনাদেরকে নেতা আর জনপ্রতিনিধি বানাতে আপনাদের কর্মকান্ড তুলে ধরি পত্রিকার পাতায়। চাইলে আমরা আপনাদের অপকর্মও জনতার আদালতে তুলে ধরতে পারি। আমাদের দূর্বল আর অসহায় ভাববেন না। আমরা ঐক্যবদ্ধ। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে আইভী’র অশ্লীল, অশোভন আচরন ও মামলা করে হয়রাণী করার হুমকি’র প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদ গতকাল সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন। অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উল্লেখিত কথাগুলো বলেন উপস্থিত সাংবাদিক বক্তারা।
নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদ এর আহবায়ক বাংলাদেশ ফটো সাংবাদিক এসেসিয়েশন এর সদস্য ও দৈনিক সোজাসাপটা পত্রিকার ফটোসাংবাদিক এনামুল হক সিদ্দিকী’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, টাইমস্ নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর ডট কমের এডিটর ইন চিফ সাইফুল্লাহ্ মাহ্মুদ টিটু, এম.ডি মেহেদি হাসান নয়ন, দৈনিক অগ্রবানী প্রতিদিনের সম্পাদক স্বপন কুমার পোদ্দার, দৈনিক ভোরের কথার সম্পাদক আরিফুজ্জামান আরিফ, নারায়ণগঞ্জ এডিটরস্ ক্লাবের সভাপতি মাসুদুর রহমান দিপু, এ টু জেড টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক রফিকুল্লাহ রিপন, দৈনিক অপরাধ রির্পোটের সহ সম্পাদক মাসুদুর রহমান সানি, ফতুল্লা রির্পোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম শাহীন, সদস্য এইচ আর বিপুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের জেলা শাখার ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাক আহামেদ, মানবধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন, নাগরিক সমাজের নেতা দেলোয়ার হোসেন সুমন, নারায়ণগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি শেখ মনির হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাসেল, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সদস্য গিয়াসউদ্দিন মৃধা, সাংবাদিক তানভির আহমেদ রনি, মিলন বিশ্বাস হৃদয়, শেখ মো. আলম, কাজী আনিসুল হক হীরা, মো জাহিদ হোসেন, মো. সোহেল আহম্মেদ, শরীফুল ইসলাম সুমন, মো. মহসিন আলম, সনদ সাহা সানি, আব্দুল মান্নান, ইমরান হোসেন, জনি গোপ, জুয়েল রানা, মো. রিপন মাহমুদ, রুবেল হোসেন,হামিদুর রহমান, সফিকুল ইসলাম জনি, মো.রাশেদুল ইসলাম, মো.শহীদ, মো. সেলিম, নাসরিন আক্তার রিয়া, সোনলী বেগম, মো. টিটু দেওয়ান, মো. মশিউর রহমান, মো.সুমন, মো.আল মামুন, মো.কাইয়ুম, মাহমুদুল ইসলাম সৌরভ, নাদিম মাহমুদ, সজ্জাদ হোসেন, মো.সুমন চৌধুরী, এমএ কাইয়ুম, মো.সায়েম প্রমুখ।
মানবন্ধনে সঞ্চালনায় ছিলেন মাসুদ রানা রনি।
উল্লেখ্য গত ১২নভেম্বর বৃহষ্পতিবার জাতীয় ‘এ’ প্লাস কেম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে এনসিসি। উক্ত কর্মসূচিতে জাতীয় পর্যায়ের সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আহবান করা হয়। কিন্তু দুই একটি পত্রিকা ছাড়া সেখানে আহবান করা হয়নি জেলার অন্য কোন স্থানীয় পত্রিকার সাংবাদিকদের। উল্টো এ বিষয়ে মেয়রের সাথে আলাপ করতে গেলে হঠাৎ তিনি সাংবাদিকদের উপড় চটে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমন কি ভবিষ্যতে সিটি কর্পোরেশনের কোন অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কোন পত্রিকাকে তার প্রয়োজন নেই বলেও তিনি শাসিয়ে দেন। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক মহল।