Friday, November 27th, 2015




না:গঞ্জের দেওভোগে মারামারির ঘটনায় আহত ৩

map10
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর থানাধীন দেওভোগ পাক্কা রোড এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটনায় কয়েকজন আহত হয়েছে ।
জানা গেছে, সদর থানাধীর দেওভোগ পাক্কা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রী সোহাগের বাসায় হামলা স্থানীয় সন্ত্রাসীরা । শুক্রবার সকালে প্রথমে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ১ শ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেণারেল হাসপাতালে ভর্তি করে । এতে সোহাগের শরীরে ৮/১০ টি সেলাই দেয়া হয় । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা পুনরায় রাত সাড়ে ১০ টায় সোহাগের বাড়িতে গিয়ে গোলাগুলি করে এবং বাসাবাড়ি তছনছ করে ফেলে । এতে বেশ কয়েকজন আহত হয়েছেন । পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা । তাই এলাকাবাসীর দাবী এই এলাকায় পর্যাপ্ত পুলিশ টহলের ব্যবস্থা গ্রহন করা উচিত ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,হঠাৎ করে কোন কিছু বোঝার আগেই গুলির শব্দ শুনে সবাই হতবাক হয়ে গেছি । ভয়ে সবাই দৌড়ে নিরাপদ স্থানে চলে গেছি । পরে শুনি সোহাগ নামের এক ভাড়াটিয়ার বাড়িতে স্থানীয় রিপন মিয়ার ওরুফে দাড়িওয়ালা রিপনের ভাগিনারা এই ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় । তবে কি কারনে এই সোহাগের উপর হামলা হয়ে তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।
এ বিষয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল নারায়ণগঞ্জ প্রতিদিন’কে জানান,দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । তবে বাদী পক্ষ অভিযোগ দায়েরের জন্য থানায় এসেছে তদন্তপূর্বক আমরা আইগত ব্যবস্থা গ্রহন করব ।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: আবদুল মালেক নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান, দেওভোগ এলকায় গোছল করাকে কেন্দ্র করে পাশাপাশি দুই বাড়ির লোকজনের মধ্যে মারামারির ঘটনাটি ঘটেছে । তবে গোলাগুলির কোন আলামত আমরা পাইনি । মারামারির ঘটনায় একজন আহত হয়েছে । এ ব্যাপারে থানায় মামলা নেয়ার প্রস্তুতি চলছে । অপরাধি যেই হোকনা কেন তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category