Tuesday, December 8th, 2015




নাঃগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে প্লাস্টিকের বস্তা ব্যবহারকারীদের জরিমানা

IMG_1163শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কর্তৃক শহরের নিতাইগঞ্জ এলাকায় মঙ্গলবার সকালে প্লাস্টিকের বস্তা ব্যবহারকারীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জারমানা করা হয়।
জানা গেছে,পাটের বস্তা বধ্যতামুলক ব্যবহার না করে অবৈধভাবে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে র‌্যাব-১১’র নিয়মিত অভিযান পরিচালনা করেন শহরের নিতাইগঞ্জ এলাকায় । ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মোবাইল কোর্ট বসিয়ে বিভিন্ন মিলস্ ও কোম্পানী গুলোতে ধান, চাল, গম ও ভুট্টাসহ পাটের বস্তা ব্যবহারে বাধ্যতামুলক ও নিশ্চিত করার লক্ষ্যে ১৯ টি প্রতিষ্ঠানকে জরিমানা করে র‌্যাব-১১’র ভ্রম্যমান আদালত। যে সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় (১) মো: শাকিল আহম্মেদ (২৭) কে ৫ হাজার,(২) মো: ফারুক আহম্মেদ (৩৯) কে ৫ হাজার,(৩) মো: হাসান (১৮) কে ১০ হাজার,(৪) হাজি মো: বাবুল (৫২) কে ৮ হাজার,(৫) মো: খোকন (৪৩) কে ৫ হাজার,(৬) মাহবুবুর রহমান (৩৪) কে ২ হাজার টাকা সহ সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হলে তারা প্রত্যেকেই সেই টাকা জরিমানা প্রদান করেন। র‌্যাব-১১’র সিপিসি-১’র অধিনায়কের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেটেরে উপস্থিতিতে এই জরিমানা আদায় করা হয়।
উল্লেখ্য,তাদের বিরুদ্ধে পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক ব্যবহার আইন এর ২০১০ সালের ১৪ ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত জরিমানা আদায় করেন। এ সংক্রান্তে ভ্রাম্যমান আদালতের মামলা নং যথাক্রমে ১৯৫/১৫, ১৯৬/১৫, ১৯৭/১৫, ১৯৮/১৫, ২০০/১৫, ১৯৯/১৫, এবং ২০১/১৫ তারিখ ০৮/১২/২০১৫, ধারা পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক আইন এর ২০১০ সালের ১৪। উল্লেখ্য যে, বাকি ১২টি রাইস এজেন্সিতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার না করায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category