বন্দর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়নস্থ আমৈর বটতলা খেলার মাঠে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার বিকেলে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজার হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ধামগড় ইউনিয়ন আ’লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন ‘দীর্ঘদিন যাবৎ অত্র ইউনিয়নে আ’লীগের কর্মী সভা/সম্মেলন/বর্ধিত সভা এমনকি কোন ধরণের কাউন্সিল হওয়ার বিষয়ে কোন তৎপরতা আমরা দেখতে পাইনি। তাই সাংগঠনিক কার্যক্রম স্থবির ও আলোর মুখ দেখছেনা। সাংগঠনিক তৎপরতা না থাকায় নেতা-কর্মীরা হতাশায় ভুগছে। দলের প্রতি নিবেদিত প্রাণ ও দলের জন্য যারা জান প্রাণ দিয়ে কাজ করে সে সকল কর্মীরা মূল্যায়ন না পেয়ে আজ অবহেলীত ও বঞ্চনার শিকার। আমি বলব কোন রকম আর্থিক মূল্য নয় বরং আমাদের মূল্যায়ন দিন, দিক নির্দেশনা দিন, তাহলেই সংগঠন আরও শক্তিশালী হবে। বহুদিন পরে হলেও যারা এ কর্মী সভার আয়োজন করেছেন তাদের সাধুবাদ জানাই। অবশেষে দলের যথাযথ কর্তৃপক্ষ ও হাইকমান্ডের কাছে বিনীত অনুরোধ রাখব, দলের কল্যানে যারা সর্বদা কাজ করে যাচ্ছে তাদের সঠিক মূল্যায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হউক এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আপনারা আমাদের সর্বদা পাশে পাবেন, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আমি আপনাদের এই বিষয়ে আশ্বস্ত করছি’।
উল্লেখ্য ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে না’গঞ্জ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা ও প্রধান বক্তা হিসেবে বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ সহ নারায়ণগঞ্জ জেলা আ’লীগ, বন্দর থানা ও অত্র থানার বিভিন্ন ইউনিয়ন এর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী ও এলাকাবাসী উক্ত সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply