নিউজ ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : পৌরসভা নর্বিাচন থকেে শুরু করে আগামী দনিে সব নর্বিাচনইে জাতীয় র্পাটি এককভাবে র্প্রাথী দবেে বলে জানয়িছেনে র্পাটরি চয়োরম্যান এইচএম এরশাদ।
বুধবার বকিালে জাতীয় র্পাটি কন্দ্রেীয় কমটিরি যুগ্ম-মহাসচবি ব্যারস্টিার দলিারা খন্দকার শল্পিীর গাইবান্ধার পলাশবাড়ি উপজলো সদররে বাসভবনে আয়োজতি এক সংক্ষপ্তি আলোচনা এবং মলিাদ মাহফলি অনুষ্ঠানে তনিি এ কথা বলনে।
প্রধানমন্ত্রীর বশিষে দূত হয়ওে দশেে গণতন্ত্র নইে বলে এরশাদরে মন্তব্যরে বষিয়ে সাংবাদকিরা দৃষ্টি আর্কষণ করলে তনিি বলনে, তার দল সংসদ এবং বাইরে বরিোধী দল হসিবেে দায়ত্বি পালন করছ।ে বরিোধী দল হসিবেইে তনিি ওই বক্তব্য দনে, বশিষে দূত হসিবেে নয়।
একরে পর এক বদিশেী হত্যা সর্ম্পকে তনিি বলনে, ‘এগুলো সরকাররে বরিুদ্ধে পরকিল্পতি ষড়যন্ত্র। সরকারকে বব্রিত করার জন্যই এসব করা হচ্ছ।ে’
যুদ্ধাপরাধীদরে ফাঁসরি রায় সর্ম্পকে জাতীয় র্পাটি চয়োরম্যান বলনে, ‘আদালতরে র্কাযক্রম নয়িে তার কোনো মন্তব্য নইে। আদালতরে রায়ই চূড়ান্ত। সে সর্ম্পকে কছিু বলার অবকাশ নইে।’
র্পাটরি যুগ্ম-মহাসচবি দলিারা খন্দকার শল্পিীর ব্যক্তগিত উদ্যোগে আয়োজতি এ র্কমসূচতিে পলাশবাড়ি উপজলো জাতীয় র্পাটি ও অঙ্গসংগঠনরে বপিুল সংখ্যক নতোর্কমী উপস্থতি ছলিনে।
এর আগে সাবকে এই রাষ্ট্রপতি গাড়ি থকেে নমেে স্থানীয় জনগণরে সাথে শুভচ্ছো বনিমিয় করনে।
Leave a Reply