Wednesday, November 18th, 2015




দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা বাড়ানো হবে : মুহিত

muhit-thereport24(1)

দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশের ৪০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা হয়েছে। ব্যাংকিং সেক্টরের একটা প্রোগ্রামের মাধ্যমে এটা করা হয়েছে। এ সেবা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে বুধবার নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদেরদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সেবা আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ক্ষুদ্র ঋণের এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে রানী ক্ষুদ্র ঋণের বিষয়ে গুরুত্বারোপ করেছেন। দরিদ্র জনগোষ্ঠী যাতে ফাইন্যানন্সিয়াল লিটারেচার পেতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলেই এটা দরকার। এটার জন্য আমাদেরকে এফোর্ড দিতে হবে। ডিজিটাল ক্ষুদ্র ঋণ সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে ব্যাংক সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাকে জানিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকসহ অধিকাংশ ব্যাণিজ্যিক ব্যাংকগুলো ডিজিটাল। তবে রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলো এখনো ডিজিটাল হয়নি। এটার জন্য আমরা অপেক্ষা করছি এবং এটা দ্রুত বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছি। এই টেকনোলজি ব্যবহারে আমাদের প্রচুর পেমেন্ট ও কালেকশন হচ্ছে। তাই বলা যায় ডিজিটালাইজেশনে আমরা অনেক দূর এগিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category