Thursday, December 3rd, 2015




ডেমরায় উইসডম ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্ভোধন

p-2- 03.12.2015

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : “দিন বদলের বইছে হাওয়া, শিক্ষাই হলো প্রথম চাওয়া” এ স্লোগানকে সামনে রেখে ডেমরায় ভূইয়া ফাউন্ডেশন সোনারগাঁও কর্তৃক পরিচালিত উইসডম ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্ভোধন হয়েছে। ভূইয়া ফাউন্ডেশন ও স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাহবুবুর রহমান ভূইয়া বাবুলের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে কোনাপাড়ার চিশতিয়া রোডের উইসডম স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ও স্কুলের প্রধান পৃষ্ঠপেষক বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রউফ, দিন মোঃ খান, ঢাকা ইয়থ ক্লাবের সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন,টিটু মোল্লা, এস এম আতাহার জামান, শামীশ মিয়া, মেজবাউদ্দিন, আমানুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র করলে কেউ রক্ষা পাবেনা। কোমলমতি শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি সম্বৃদ্ধশালী দেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখবে। এদিকে বক্তব্য শেষে সন্ধায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category