Wednesday, November 25th, 2015




জাইকার অর্থায়নে নির্মিত কাঁচপুর, মেঘনা, গোমতি সেতু ও কাঁচপুরে ফ্লাইওভার

078
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : জাপানের ঋণদানকারী সংস্থা জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতু প্রকল্পের চুক্তি সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপান সরকার দিচ্ছে সাড়ে ৬ হাজার কোটি টাকা। সেতু তিনটির সাথে কাঁচপুরে একটি ফ্লাইওভার নির্মিত হতে যাচ্ছে।বুধবার দুপুরে হোটেল রেডিসনে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ওএসজেআই, জেএফই ও আইএইচআই এবং বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের মধ্যে এ চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন । এছাড়া অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মি. শিরো সাদোশিমা, জাইকা বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি মিকিও হাতাইদা, নারায়গঞ্জের সাংসদ শামীম ওসমান, মন্ত্রণালয়ের সচিব এম এ সিদ্দিক, সড়ক ও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবালসহ মন্ত্রণালয় ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাপান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে প্রধান প্রধান অবকাঠামোগুলোয় জাপান সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে।
তিনি বলেন, বিদ্যমান সেতু তিনটির পাশে নতুন তিনটি সেতু নির্মাণ, বিদ্যমান সেতুগুলো পুর্নবাসনের কাজও আমরা করব। এর পাশাপাশি কাঁচপুর ইন্টার সেকশনে একটি ফ্লাইওভার নির্মাণ হবে। যে তিনটি সেতু প্রকল্পের চুক্তি আজ সম্পাদিত হল, তা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে এই তিন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রী আরো বলেন, নির্মাণ কাজের সময়সীমা ধরা হয়েছিল ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে জাইকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজের সময়সীমা পাঁচ বছর কমিয়ে ২০১৯ সাল পর্যন্ত নির্ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category