Sunday, September 7th, 2025




জমকালো আয়োজনে পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা :

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য অঙ্গনে এক উজ্জ্বল নাম পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ করে গ্রুপটি আজ  আনুষ্ঠানিকভাবে পদার্পণ করছে সাফল্যের ছয় বছরে। এ উপলেক্ষে  শনিবার দুপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । এসময় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লুক্স সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শুভ উদ্বোধন করা হয় ।

‎দেশ জুড়ে দৃষ্টিতে, বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাওয়ার অঙ্গীকার”—এই মূলমন্ত্রে এগিয়ে চলছে পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। দেশীয় বাজারে শক্ত অবস্থান গড়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনাও হাতে নিয়েছে। ভিশন ২০৩০-এর আওতায় দেশের সীমা পেরিয়ে মানসম্পন্ন পণ্য রপ্তানির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

‎এসময় পায়রা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সোনিয়া আক্তার নিশা,পরিচালক সোহানা আক্তার সুখী,পরিচালক রিজি আক্তার, অর্ডিনেটর জাকির হোসেন মঞ্জু ও এক্সিকিউটিভ ডিরেক্টর হেলাল আহমেদ , জিএম আতাউল করিম সহ প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

‎পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ শুধু উৎপাদনেই নয়, বাজারজাতকরণ ও সেবার ক্ষেত্রেও সমানভাবে সাফল্যের পরিচয় দিয়েছে। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই গ্রুপটির কার্যক্রম দেশের প্রায় সকল শ্রেণীর ব্যবসায়ীদের নজরে এসেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।

‎বর্তমানে পায়রা গ্রুপ একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং আরও নতুন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
‎পায়রা কনজ্যুমার লিমিটেড (চলমান), পায়রা ল্যান্ড মার্ক লিমিটেড – পায়রা গ্যালারী পার্ক (রিসোর্ট) (চলমান), পায়রা ট্রাভেলস লিমিটেড (অপেক্ষমাণ), লুক্স সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (নতুন সূচনা), লুক্স সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনের মাধ্যমে গ্রুপটি বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে উচ্চমানের সিরামিক পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

‎পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয়, বরং দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা। ২০২৫ সালে এই অর্জনকে তারা সর্বোচ্চ সাফল্য বলে উল্লেখ করেছে এবং আগামীর প্রতিটি পদক্ষেপে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

‎পায়রা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, ছয় বছরের এই যাত্রায় প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সফলতা অর্জন করেনি, বরং দেশের শিল্পায়ন ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যকে পরিচিত করা গ্রুপের মূল লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রতিষ্ঠানটির সাফল্যের মূল ভিত্তি এবং লুক্স সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড উদ্বোধনের মাধ্যমে নতুন শিল্পযুগের সূচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর...