Thursday, December 3rd, 2015




চাঁদাবাজি মামলায় নুর হোসেনকে আদালতে প্রেরন

002a
নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জর আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে একটি চাদাবাজি মামলায় আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অষোক কুমার দত্তের আদালতে কঠোর নিরাপত্তায় নূরকে হাজির করা হয়। শুনানি শেষে মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

 কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ইকবাল হোসেন নামে এক দোকান মালিকের কাছে ৫ লাখ টাকা চাদা দাবি করেছিল নূর হোসেন। পরে দাবিকৃত চাঁদা না পেয়ে ২০১৩ গত বছরের ৩০ মে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ী ইকবাল ও তার ভাই সুশীলকে মারপিট করেন।
 এ ঘটনায় ২০১৪ সালের ৮ জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাদাবাজি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে নূর হোসেন, তার ভাতিজা নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, সহযোগী আলী মোহাম্মদ, চার্চিল, শাহজাহান ও টুন্ডা বুলবুলের বিরুদ্ধে চলতি বছরের ১৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র(চার্চশীট) দাখিল করেন।
এ মামলার শুনানি শেষে আদালত মামলাটি বিচারের জন্য জজ কোর্টে প্রেরণ করেন। আগামী ১১ জানুয়ারী জেলা ও দায়রা জজ আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category