নারায়ণগঞ্জ ঃ চাষাড়ার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রুবেল সাইফুল গং কর্তৃক হকার্স মার্কেটের দোকানদার সামসু ও মোর্শেদকে মারধরের প্রতিবাদে ২৫ নভেম্বর বুধবার দুপুরে মার্কেটের সামনে মানববন্ধন করেছে হকার্স মার্কেট দোকান মালিক সমিতি।
সমিতির সভাপতি খন্দকার নজরূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, কোষাধ্যক্ষ সামসু, সহকারী কোষাধ্যক্ষ মোর্শেদসহ মার্কেটের সকল দোকান মালিক ও শ্রমিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই মার্কেট প্রতিষ্ঠার পর থেকেই রুবেল সাইফুল গং বিভিন্ন সময় দোকানদারদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো। চাঁদা না দিলে নিরিহ দোকানদারদের উপর চালানো হতো অমানুষিক নির্যাতন। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। আমরা বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েছি কিন্তু কোন সমাধান হয়নি।
তারা আরো বলেন, গত ২৩ নভেম্বর রুবেল সাইফুল গং চাঁদার দাবীতে মার্কেটের দোকানদার সামসু ও মোর্শেদের উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত যখম করে। আমরা এ ব্যাপারে সদর মডেল থানায় জিডি করেছি। ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা সকল দোকানদাররা আজ ঐক্যবদ্ধ হয়েছি। সবাই দোকানে একটি করে গজারির লাঠি রাখবো। যখনই কেউ আমাদের উপর আক্রমন করতে আসবে, আমরা সকলে একসাথে প্রতিরোধ গড়ে তুলবো। নিরবে মুখ বন্ধ করে সহ্য করার দিন শেষ।
Leave a Reply