Wednesday, November 25th, 2015




কৃষকদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বৃদ্ধির সুবুদ্ধি র্চচা তৈরি হউক- জেলা প্রশাসক

শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ কুয়াশায় আচ্ছন্ন চারদিক, কৃষকের গোলায় উঠছে পাকা ধান। চিরায়ত বাংলার চিরচেনা রূপ এটি। কবি জীবনানন্দের দাসের ভাষায় ‘চারিদিকে ন্যুয়ে পড়ে ফলেছে ফসল/তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে শিশিরের জল, প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে/পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাড়ারের দেশে।’

হেমন্তে সোনালি ফসল ঘরে তোলার আনন্দে গ্রাম বাংলার ঘরে ঘরে যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে তাই নবান্ন। নতুন ফসল তোলা নিয়ে আবহমানকাল ধরেই গ্রাম-বাংলার ঘরে ঘরে কৃষকেরা আমেজে মেতে থাকেন। কিন্তু কালের বিবর্তনে সেই ঐতিহ্য গুলো অনেকটাই হারাতে বসেছে। এখন আর হেমন্তে নতুন ফসল কাটা নিয়ে তেমন উৎসব হয় না। সেই ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব-১৪২২।

এবারের নবান্ন উৎসবের মূল আকর্ষনে থাকবে পিঠা উৎসব, লাঠি খেলা, বানরের খেলা, যাদু, পুঁথি পাঠ, বায়োস্কোপ ও সবশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ আয়োজনের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমাদের গ্রাম বাংলায় যে আমেজে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ঘরে উঠে এবং তার উৎসব হয়, এ তথ্য আর ঐতিহ্যকে শহর তথা সকলের কাছে তুলে ধরাই এ উৎসবের আয়োজন । তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে উপজেলা, ইউনিয়ন পর্যায়েও এ অনুষ্ঠান করা হচ্ছে।
তিনি আরো বলেন, শুধু নানা উৎসবে নয়, আমি চাই কৃষক যে ফসল ফলায়, গ্রাম বাংলার ঐতিহ্যের সকল উৎসব পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে কৃষকদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বৃদ্ধির সুবুদ্ধি র্চচা তৈরি হউক। এটাই আমার প্রতাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category