বন্দর থানা প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন রাজনীতি করা চলবে না। বন্দরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো সম্পূর্ন রাজনীতি মুক্ত রেখে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। একাডেমীক শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান এমন আহবান জানালেন সকলের প্রতি।
শনিবার বিকেলে বন্দরের হাজী ইব্রাহীম আলম চাঁন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আপনাদের সন্তানদের কারিগরি শিক্ষায়ও শিক্ষিত করুন। ইতি মধ্যে ৩৪ জন শিক্ষর্থীকে সেলাই ও বিউটিশিয়ান প্রশিক্ষান দেয়া হয়েছে। এ ভাবে শিক্ষা গ্রহণ করলে আগামী দিনে আজকের শিক্ষার্থীরা উন্নতয়ণশীল দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার কাজ করে যাচ্ছেন। তাই আমাদের তাগিদেই শেখ হাসিনাকে মধ্যম আয়ের দেশ গড়ার কাজে সহায়তা করার জন্য তার হাতকে শক্তিশালী করতে হবে।
বিদ্যালয়ের সভাপতি মোঃ মঞ্জুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার ওসি নজরুল ইসলাম, শ্রমীকলীগ নেতা কাজিম উদ্দিন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, আওয়ামী লীগ নেতা আঃ হক মাদবর ও বীর মুক্তিযোদ্ধা মোতাব্বের হোসেন প্রমুখ।
Leave a Reply