-
- Uncategorized, বিনোদন
- কবিতার প্রেমে প্রভা
- Update Time : November, 17, 2015, 10:37 pm
- 539 View
বহুদিন মনের মতো চরিত্রে কাজ করার সুযোগ পান না প্রভা। যে চরিত্র তাকে পরিস্ফুটিত করবে শতগুণ বেশি। অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়ল। শামীমা শাম্মীর নির্দেশনায় প্রভা একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেলেন ‘অথচ ক্যাকটাস নয়’ নাটকে। এতে তিনি অভিনয় করেছেন কবিতা চরিত্রে। যে চাকরি করতে গিয়ে অফিসের বস কেন্দ্রিক জটিলতায় স্বামীর সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়েন। নাটকটির গল্প রচনা করেছেন শামীমা শাম্মী নিজেই। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘কিছু গল্প থাকে যাতে কাজ করতে মন থেকেই চরিত্রের প্রতি মায়া সৃষ্টি হয়। কবিতার প্রতি আমার এমনই মায়া তৈরি হয়েছে যে, কাজটি করতে গিয়ে কবিতা চরিত্রের প্রেমে পড়ে গেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা শাম্মী বলেন, ‘এর আগেও প্রভা আমার নির্দেশনায় অনেক কাজ করেছে। তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। অসাধারণ অভিনয় করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply