

সময় বেশ কয়েকটি দোকানও ভাংচুর করা হয়। আতংকিত হয়ে দিক-বেদিক ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছে অন্তত: ১০ জন। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার দিকে কয়েকজন শিবির কর্মী কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা রাজিবুল ইসলাম মোস্তাককে মারধর করে পায়ের রগ কেটে দেয়। এর পর ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মিছিল সহকারে গিয়ে অতর্কিতভাবে শহরের হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াত অফিসের মেসে আগুন ধরিয়ে দেয়। আগুন জামায়াত অফিস পর্যন্ত ছড়িয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় জানান, শিবির কর্মীরা ছাত্রলীগ নেতা মোস্তাকের রগ কেটে দিয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহর ছাত্র শিবিরে জেএম জাহাঙ্গীর এই অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ নেতার ওপর হামলার সঙ্গে জামায়াত-শিবিরের কেউ জড়িত নন।
Leave a Reply