স্পেশাল করেসপান্ডেন্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সবচেয়ে ব্যস্ততম থানা হিসেবে পরিচিত ফতুল্লা মডেল থানা । এই থানায় বর্তমানে দায়ীত্বে আছেন অত্যান্ত সৎ,পরিশ্রমী ও নিষ্ঠাবান ওসি আসাদুজ্জামান আসাদ । এখন ফতুল্লার মানুষ মনে করে ’ওসি আসাদুজ্জামান আছে ভয় নাই’ এখন ফতুল্লার মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নারায়নগঞ্জের ব্যস্ততম থানা ফতুল্লা মডেল থানার পরিবেশ আগের মত নেই । এক সময় থানায় যেতে মানুষ ভয় পেত । কিন্তু বর্তমানে যে কোন ব্যাক্তিই তার সমস্যার জন্য থানায় গিয়ে ওসির সাথে কথা বলতে পারেন । ওসি আসাদুজ্জামান সমস্যার কথা শুনে যথাযথ ব্যবস্থা গ্রহন করে থাকেন । সেবা নিতে আসা সকলের সাথে সৌহার্দপূর্ন আচরন করেন তিনি । এই আচরনে সন্তষ্ট হয়ে সাধারন মানুষ বলছে ’ফতুল্লার মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে,ওসি আসাদুজ্জামান আছে ভয় নেই’ । ওসির অধিনস্ত বেশীরভাগ অফিসাররা তার কমান্ড মেনে দায়ীত্ব পালন করে চলেছে । কিছু বিতর্কিত এএসআই ও এস আইরা ছাড়া সকলেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ফতুল্লাবাসীকে সার্বিক নিরাপত্তা,নির্বিগ্নে চলাফেরা নিশ্চিত করতে কোন অবহেলা করছেনা । কিন্তু দু:খের বিষয় হলো এই যে কিছু লোক ফতুল্লাবসীর ভাল থাকাকে সহ্য করতে পারছেনা । তাই ওসি আসাদুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা রটাচ্ছে একটি স্বার্থান্বেশী মহল । ঐ স্বার্থান্বেশী মহলেরা কি চাননা ফতুল্লা মডেল থানার ওসি মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ সহ সকল অপরাধ নির্মুল করে শান্তি শৃক্ষলা ফিরিয়ে আনুক । নাকি পুরো ফতুল্লায় আগের মত সকল অপরাধিরা সক্রিয়ভাবে তাদের অবস্থান তৈরি করে অশান্তির রাজ্যে পরিনত করুক । তাহলেই আপনাদের পকেটে ঢুকবে মোটা অংকের টাকা । ফতুল্লা থানার ওসি থাকলেতো সেটা সম্ভব হবে না । ফলে তার বিরুদ্ধে উঠে পরে লেগেছে ঐ মহলটি । যাতে সে ফতুল্লায় আর না থাকতে পারেন তার জন্য যা যা করা দরকার তাই করছেন তারা । তবে সত্য চিরদিনই সত্য হয়,সত্যকে কখনও চাপিয়ে রাখা যায়না। একদিন সঠিক সত্য বেরিয়ে আসবেই ।
ওসি ফতুল্লার বিষয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে,ফতুল্লা মডেল থানায় বিগত দিনে যে ওসি দায়ীত্বে ছিলো সেই কোটিপতি বনে গেছেন । সেই সাথে এই এলাকায় গ্রেফতার বানিজ্য,মাদক ব্যবসায়ীদের সাথে আতাত,সন্ত্রাসীদের অবাধে তাদের কর্মকান্ড সহযোগীতা করা,কিছু প্রভাবশালী লোকের চামচামি করা এবং সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ নানাবিধ অপরাধের সঙ্গ দেয়া । বর্তমান ওসি আসাদুজ্জামান সাদাকে সাদা,আর কালো কে কালো বলে থাকেন বিধায় তার শত্রু বেরে গেছে । সে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করায় ঐ সকল অপরাধিরাই তাকে সরানোর জন্য এক কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না। এই ওসি আসাদুজ্জামান মাস খানেক আগে ঢাকা রেঞ্জের মধ্যে সকল ওসির মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কার পেয়েছেন । এই পুরুস্কার কি এতই সহজ যে কেউই শ্রেষ্ঠ ওসির পুরুস্কার পাবে ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে বলেন,আমি ফতুল্লা মডেল থানায় যোগদানের পর থেকেই নিরলষভাবে পরিশ্রম করছি এই সাধারন মানুষের সেবা দেয়ার জন্য । কতটুকু সেবা দিতে পেরেছি তা সাধারন মানুষেরাই ভাল বলতে পারবেন । যারা আমাকে নিয়ে মিথ্যা রটাচ্ছে তাদেরও একদিন ভুল ভাংবে বলে আমার বিশ^াস । তবে যতদিন এই তানার দাযেিত্ব আছি ততদিন সঠিকবাবে দায়ীত্ব পালন করে যাব ’ইনশাল্লাহ’ ।
Leave a Reply