শহর প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের কালিরবাজার ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত এসএ পরিবহনের অফিসে গ্রাহকের পাঠানো আলমারী থেকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ৩৪’শ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ এসএ পরিবহনের ম্যানেজার আব্দুল হাই বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমাদের এসএ পরিবহনে তল্লাশী করতে আসে। আমরা তাদের ইয়াবা উদ্ধার করতে সর্বাত্মক সহযোগীতা করি। সদর থানা পুলিশ গ্রাহকের পাঠানো আলমারী থেকে ৩৪’শ পিছ ইয়াবা উদ্ধার করে। চট্রগ্রামের কেরানীহাট থেকে আজীজ নামে এক গ্রাহক নারায়ণগঞ্জে মাহাতাব উদ্দিন নামে গ্রাহকের কাছে পাঠান। তাদের মোবাইল নাম্বারসহ বিস্তারিত তথ্য আমরা পুলিশের কাছে দিয়েছি।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আব্দুল মালেক জানান, আমারা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি এসএ পরিবহনে বিপুল পরিমান ইয়াবা নারায়ণগঞ্জে আসছে। তাই আমরা সদর থানা পুলিশ এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ৩৪শ পিস ইয়াবা একটি আলমারী থেকে উদ্ধার করি। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের কাউকে পওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply