নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদ ও গোগনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী। মঙ্গলবার দুপুরে এ দুইটি প্রতিষ্ঠান পরিদর্শন ছাড়াও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (সদর) মাসুম আলী বেগ, গোগনগর ইউপি মেম্বার আলী হোসেন, পারভীন আক্তার, ইউপি সচীব আব্দুর রব মিয়া, পুরান সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোস্তম আলী, প্রধান শিক্ষক মো: জাকির হোসেন প্রমুখ।
এরপরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অনুদানে নির্মাণাধীন পুরান সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল নির্মিত কাজ, কবরস্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী। উন্নয়নমূলক কাজে কোন ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করে দেন তিনি।
Leave a Reply