Tuesday, November 17th, 2015




আজমতকে হত্যার চেষ্টা মামলায় ৪ জনের কারাদন্ড

নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : জাতীয় পার্টি নেতা আজমত খন্দকারকে কুপিয়ে জখমের মামলায় (থানার মামলা নং- ২০(০৬)১১) ৪জনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম এ আদেশ দেন। এছাড়াও প্রত্যেক আসামীকে ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
মামলার সাজাপ্রাপ্ত আসামীরা হলো- নতুন জিম খানা এলাকার বাচ্চু মিয়ার ছেলে আশিক আহম্মেদ মিঠু (২৬), নয়ামাটির সোহরাব মিয়ার ছেলে ভোমর (৪৫), জল্লারপাড় মৃত কমল মিয়ার ছেলে মো: হাবিব (২৮) ও বন্দরের রূপালী আবাসিক এলাকার মৃত শাদি উল্যাহ’র ছেলে আনিছ (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মডেল থানাধীন বিবি রোড মন্ডল পাড়া এলাকায় ২০১১ সালের ১৪ জুন আনুমানিক রাত সাড়ে ৯টায় আজমল খন্দকারকে তার বাসার সামনে হকস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সাজাপ্রাপ্ত আসামীরা। পরে তার স্ত্রী মোসাঃ ফারজানা বেগম নারায়ণগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এজাহারে নরায়ণগঞ্জ জিমখানাস্থ মৃত মালেক মুন্সির ছেলে বাচ্চিু মিয়া (৫০) এর হুকুমে আশিক আহাম্মেদ মিঠু মিয়া (২৬), আনেয়ার হোসেন (৪৫), ভোমর (৪৬), বাদল (৪২), আনিস (৪৫), শাহজাহান (৩৫), জল্লার পাড় এলাকার বাসিন্দা মৃত কমল মিয়ার পুত্র হাবিব (২৮), একই এলাকার মৃত আমজাদ হোসেনের পুত্র সবুজ (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন আজমল খন্দকারের উপর হামলা করে বলে উল্লেখ্য করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category