নিউজ ডেস্ক: সোমবার ভোররাত ৫টায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর একটি অপারেশনদল ১’শ ৬০কেজি অবৈধ জাটকা আটক করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিসে জানান, টীম লিডার পেটি অফিসার (সিডি) এম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত টহলদানকালে “এম ভি নিউ সাব্বির-২” যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১’শ ৬০কেজি অবৈধ জাটকা আটক করে। যা পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য টাকা ৪৮হাজার। আটককৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা অত্র জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
Leave a Reply