-
- নারায়ণগঞ্জ, লিড, শহর
- নারায়নগঞ্জে শিক্ষার্থী ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে আহত ১০
- আপডেট : September, 17, 2025, 6:05 pm
- 46 ভিউজ
নারায়নগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ লিংক রোডে যানজট নিরসনে শিক্ষার্থী ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় সাইনবোর্ড থেকে চাষাঢ়া হয়ে নিতাইগঞ্জ পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেশ কয়েক ঘন্টা চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক
অবরোধ করে ইজিবাইক চালকেরা।
নারায়নগঞ্জ সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছিলেন ।
সময় ইজিবাইক চালকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কয়েকজন চালক মারপিট শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।সংঘর্ষের পর ইজিবাইক শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখে। এসময় তারা দাবি করে, যারা তাদের ওপর হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
Leave a Reply