Friday, December 4th, 2015




স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করা হবে ॥পুলিশ সুপার

sp_ng_04
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে (৫ডিসেম্বর) নিয়োগ পরীক্ষা শুরু হবে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে এই পদে জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য হতে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করা হবে বলে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ থেকে এ সংক্রন্ত এক সর্তকবানী বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে জন সাধারণের উদ্দেশ্যে।
পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহ প্রার্থীরা নিয়োগ সংক্রান্তে কোন ব্যক্তি বা দালালের স্বরণাপন্ন হবেন না।
কোন প্রকার আর্থিক সংশ্লিষ্টতায় না জড়ানোর আহবান জানিয়ে বলা হয়, কোন প্রার্থী অবৈধ লেনদেন বা দালালের সংবাদ পেলে দ্রত জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ রইল।
জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, অবৈধ লেনদেনকারী প্রতারক ও দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category