ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিদ্ধিরগঞ্জে একটি ট্রাক (চট্ট মেট্টো-ড-৬২৯) এর চাপায় সানাউল্লাহ (৩২) নামে এক কসমেটিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সানাউল্লাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বদরুদ্দিন সুপার মার্কেটে কসমটিকের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই মার্কেটের সামনের মহাসড়কে রাস্ত পারাপারের সময় ঘটনাটি ঘটে। এসময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে সানাউল্লার মাথা থেতলে যায় ও তার সাথে থাকা কয়েক বান্ডিল টাকা মহাসড়কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে ছড়িয়ে থাকা টাকার মধ্যে থেকে ৯৮ হাজার ৫’শ ৮০ টাকা ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে কয়েকজন পথচারী জানান, ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের মধ্যে একটি বান্ডিল পুলিশ সড়িয়ে ফেলে। ঘটনার পর লোকজন ট্রাকটির পিছু ধাওয়া করে সানাড়পাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকের চালক জয়নাল আবেদিনসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত সানাউল্লাহ সিদ্ধিরগঞ্জের সর্দার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। আটক চালক চ্ট্টগ্রাম জেলার হাসনাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের সাথে টাকা উদ্ধারের বিষয়ে কয়েক দফা কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে মোবাইল কেটে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু হয়নি।
Leave a Reply