নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক রিক্সা চালককে ব্যপক মারধর ও হামলা চালানোর ঘটনা থামাতে গিয়ে হত্যার হুমকি ও হেনস্থার শিকার হলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন । রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়কের পাশে এক রিক্সা চালককে ব্যপক মারধর করছিলো সাহেব পাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলের ভাই মোঃ সাইফুল ইসলাম নাদিম ও সাঙ্গ পাঙ্গরা। এসময় ঐ রিক্সা চালককে মারধর করতে দেখে এগিয়ে যান সাংবাদিক । তিনি ঘটনাস্থলে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয় বিএনপি নেতার ভাই সাবেক ছাত্রলীগের নেতা মোঃ সাইফুল ইসলাম নাদিম ও তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শীরা জানায়, এরা বিএনপি নেতা নাজমুলের ভাই । ওরা চরম বেদ্দব। এখানে একজন রিক্সা চালককে শুধু শুধু মারধর করে রক্তাক্ত যখম করছিলো ওরা। এই দৃশ্য দেখে মারামারি থামাতে যান সাংবাদিক আবদুল্লাহ আল মামুন । তখন তার ওপর চড়াও হয় সাহেপাড়া এলাকার নাজমুলের ভাই মোঃ সাইফুল ইসলাম নাদিম ও সাঙ্গ পাঙ্গরা। পরে কয়েকজন লোক এসে সাংবাদিককে উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেন।
এ বিষয়ে হেনস্থার শিকার সাংবাদিক আবদুল্লাহ আল মামুন জানান, পাসপোর্ট অফিস সংলগ্ন আমার অফিসে নিচে একজন রিক্সা চালককে ব্যপক মারধর করছে কজন লোক। এই দৃশ্য দেখে কেনো রিক্সা চালককে মারধর করা হচ্ছে জানতে চাইলে আমার সাথেও খারাপ আচরন শুরু করে তারা। খারাপ আচরন কেনো চাইলে তারা উত্তেজিত হয়ে মারমুখি আচরন শুরু করে । এসময় আমার পরিচত কয়েকজন এসে ওখান থেকে আমাকে সেভ করে । পরে জানতে পারি তারা হলো সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলের ভাই সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম নাদিম। এদেরকে দ্রুত গ্রেফতার সহ আইনের আওতায় আনা দাবী এই সিনিয়র সাংবাদিকের।
এই বিষয়ে সাহেবপাড়া এলাকার বিএনপি নেতা নাজমুলকে তিনি জানান, আপনি অফিসে ফোন দিয়েন বিষয়টা নিয়ে আলোচনা সহ সমাধান করবো।
Leave a Reply