Wednesday, November 18th, 2015




যত কঠিন সমস্যাই হোক না কেন মা-বাবার সাথে আলোচনা করবে- মহিলা কলেজে সাংসদ শামীম ওসমান

DSC_0209 copy
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আজ প্রাণে প্রাণে জাগে নতুনের উচ্ছ্বাস। নবীনের কলতানে দিগন্ত উদ্ভাস। চারিদিক আজ মুখরিত হয়ে নতুনের আগমন। অতীতের যত স্মৃতি ছিল কত, এই নবীনের ফোটাঁ ফুলের মত, নতুনের এক পরসা সাজিয়ে আজ নবীন বরণ। প্রকৃতির এই নরম আবহাওয়ায় শীতের আগমনের সাথে নারায়ণগঞ্জ মহিলা কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ মহিলা কলেজ মাঠ প্রঙ্গনে সুবিশাল পরিসরে নবীন বরণ-২০১৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন বরণে নারায়ণগঞ্জ মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল ওহাব চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৪ আসন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৪ আসন সংসদ সদস্যের সহধর্মীনি সালমা ওসমান লিপি, উপাধ্যক্ষ শাহিন সুলতানা, প্রাক্তন অধ্যক্ষ ড. শিরিন বেগম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী।
বুধবার নারায়ণগঞ্জ চাষাড়া, কলেজ রোড ও মহিলা কলেজ প্রঙ্গন সর্বত্র যেনো তরুণীদের সাজে নতুন রূপে সেজেছিল। নবীন বরণ উৎসবকে আরো রাঙিয়ে তুলতে নারায়ণগঞ্জ মহিলা কলেজের সকল ছাত্রীদের দেখা যায় দৃষ্টি নন্দন সাজে নিজেদের রাঙিয়ে নিয়েছে। পুরো মহিলা কলেজ ছিল রঙিন উৎসবের ঘনঘাটাচ্ছন্ন। অনুষ্ঠানের প্রথম পর্বে একাদ্বশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী জান্নাতুল ফারহানার কোরআন তিলাওয়াত আর দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী দেবিকা পোদ্দার এর গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে নবীন বরণ উৎসবের সূচনা করা হয়।
নবীন বরণে প্রধান অতিথির বক্তব্যে একেএম শামীম ওসমান নবীন ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নবীণ উৎসব প্রাণের উৎসব। এখন সবার আনন্দ করার সময়। তাই যত খুশি আনন্দ করবে, না হয় সামনে হয়ত অনেক কঠিন সময় আসবে তখন মন টানলেও কিছুই করা সম্ভব হবেনা। আর এটাই প্রকৃতির কঠিন নিয়ম। তবে স্বাধীনতার সাথে অবশ্যই শালীনতা বজায় রাখবে। অশালীন যে কোন কর্মকান্ড জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিবে।
তিনি আরো বলেন, জীবনে মা ও বাবা এই দুইজনের কথা কখনো অমান্য করবেনা আর যত কঠিন সমস্যাই হোক না কেন সর্বপ্রথমে মা-বাবার সাথে আলোচনা করবে। বক্তব্যের এক পর্যায় একাদ্বশ শ্রেণীর ছাত্রী নাবিলা মাসরাফ একেএম শামীম ওসমান কে শহরের যানজটের ভোগান্তি নিরোসনের কথা বলেলে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ১শ’ ২০ ফুট চওড়া রাস্তা করা হবে এর মাঝখানে থাকবে ট্রেন লাইন। আর এই রাস্তার জন্য ৫ হাজার ৬শ’ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, দেশ এখন প্রযুক্তি নির্ভর। ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ইন্টারনেট ভালো কাজে ব্যবহারের জন্য। ইন্টারনেটের অপব্যহার জীবনের ধ্বংস ডেকে আনবে।
উপাধ্যক্ষ শাহিন সুলতানা বলেন, বাবা-মামা যেমন তার সন্তানদের যতœ সহকারে লালন পালন করে। ঠিক তেমনি প্রতিটি শিক্ষক-শিক্ষিকা তার ছাত্র-ছাত্রীদে সন্তানের মত আগলে ধরে শিক্ষাদান করে থাকেন। তিনি বলেন, নবীন বরণ শুধুই নবীনদের জন্য নয়। নবীন মানে পুরাতনের ছায়াকে ছুরে ফেলে নতুনত্বকে ধরে রাখা।
সামান্য বৃষ্টিতে নারায়ণগঞ্জ মহিলা কলেজে হাটুঁ সমান পানি জমা রোধে এনসিসির কাছে লিখিত আবেদন করলেও এনসিসি এর কোন প্রতিকার করেনি। তাই দ্রুত এই পানি জমা সমস্যা সমাধানের জন্য নারয়ণগঞ্জ-৪ সংসদ সদস্য শামীম ওসমান এর কাছে আবেদন জানান অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওহাব চৌধুরী।
দ্বিতীয় পর্বে দলগত ব্যান্ডের সংগীতের মূর্ছনার সাথে কলেজ ছাত্রীদের নাঁেচর হৈ হৈাল্লোরে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category