Monday, November 16th, 2015




প্রয়াত আ’মীলীগ নেতা নাজির আহাম্মেদের ১ম মৃত্যু বার্ষিকী

011

সিটি করেসপন্ডেন্ট, প্রয়াত আওয়ামীলীগ নেতা ও ডাইল পট্টি নয় সমিতির সাবেক আহবায়ক বীরমুক্তি যোদ্ধা মরহুম নাজির আহাম্মেদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নিতাইগঞ্জের ডাইল পট্টি এলাকায় ডাইল পট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ এ দোয়ার আয়োজন এই অনুষ্ঠান করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ডাল-ভূষা মালিক সমিতির সভাপতি এড. সুলতান উদ্দিন নান্নু, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহামুদ, ডাইল পট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, সদস্য ওহিদ ভূইয়া রবিন, মুজাম্মেল হোসেন রসি, জেলা প্রচারলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সূত্র ধরসহ ডাইল পট্টি এলাকায় ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।
এই সময় প্রয়াত আওয়ামীলীগ নেতা মরহুম নাজির আহাম্মেদে বিদেহী আত্মার মাকফেরাত কামনায় মহান সৃষ্টি কর্তার কাছে বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category