সিটি করেসপন্ডেন্ : নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর বিএফএ (সম্মান) ৩য় ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং বিএফএ (সম্মান) ৩য় ব্যাচের ছাত্র মোহাম্মদ রবিন এর ৫ম টোন ইন্টারন্যাশনাল মিনিয়েচার আর্ট বিয়েনাল-২০১৫ বাংলাদেশে ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২ টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে এড. আহসানুল হক চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম, ম্যানেজিং কমিটির সদস্য রফিউর রাব্বি, অধ্যক্ষ শামসুল আলম আজাদ সহ চারুকলা ইনস্টিটিউটের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা চারুকলা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বিদায় অনুষ্ঠান বেদনার জন্য নয়। ভাল ফলাফলের মাধ্যমে দেশের শীর উচুঁ করে রাখার প্রত্যয়ে পথ চলার শুরু মাত্র।
তিনি বলেন, মোহাম্মদ রবিন এর ৫ম টোন ইন্টারন্যাশনাল মিনিয়েচার আর্ট বিয়েনাল-২০১৫ বাংলাদেশে এ ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন নারায়ণগঞ্জের জন্য অনেক বড় প্রাপ্তি। সংস্কৃতিকে আলোকিত করা মানে সাংস্কৃতিকে সমৃদ্ধ করা। প্রতিবাদ ও সচেতনতার মাধ্যম হচ্ছে সাংস্কৃতি। তাই সাংস্কৃতিতে চারুকলাকে টিকিয়ে রাখা আমাদের সবার দ্বায়িত্ব।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম বলেন, অন্যান্য সকল কলেজের মধ্যে নারয়ণগঞ্জ চারুকলার ফলাফল তুলনামূলক খুব ভাল। আগামী বছরের মধ্যে চারুকলা ইনস্টিটিউটে মাস্টার্স কোর্স চালু করা হবে। চারুকলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার এক অন্যতম মাধ্যম। তাই এর রক্ষনাবেক্ষন করা আমাদের সকলের কর্তব্য।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর ম্যানেজিং কমিটির সদস্য রফিউর রাব্বি বলেন, রবিন এর ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ পাওয়ায় আমরা সকলে গর্বিত। এই ধরনের অ্যাওয়ার্ড শিল্পের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তি বলে তিনি মনে করেন। কিছু উল্লেখ্যযোগ্য ছবি তার বহিঃপ্রকাশ।
সভাপতির বক্তব্যে এড. আহসানুল হক চৌধুরি বলেন, শুধু মাত্র ছকছকে, জকজকে বিভিন্ন রং দিয়ে আর্ট করেই এতা উচুঁতে যাওয়া সম্ভব নয়। রং তুলি এবং নতুন নতুন চিন্তাধারার সংমিশ্রনে শিল্পের কাজ করতে হয়। শিল্পের তুলি বন্ধ হলে সংস্কৃতি মুছে যাবে।
Leave a Reply