নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরে ডোবা থেকে শুক্রবার দুপুরে একটি লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশিট কোকিলা (১৪) নামের কিশোরীর বলে জানা যায়। এবং তার পিতার নাম আলতাফ মিয়া।মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নরুল ইসলাম জানান, দুপুরে মদনগঞ্জ এলাকায় একটি ডোবায় কাকলীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাকে কেউ হত্যা করেছে না কি পানিতে ডুবো কোনোভাবে সে মারা গেছে এ বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।
Leave a Reply