শহর প্রতিবেদক,নারায়ণঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ র্যাব-১১’র সিপিসি-১’ নের্তৃত্বে শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত ময়দার মিলগুলোতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে রবিবার সাকাল সাড়ে ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
র্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,০৬ ডিসেম্বর রবিবার সাড়ে ১১ টা হতে ১ টা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা ব্যাপি অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাজী ফয়সাল, নারায়ণগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নিতাইগঞ্জ বিভিন্ন মিলস্ ও কোম্পানী গুলোতে ধান, চাল, গম ও ভুট্টাসহ ০৬ টি পন্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ও নিশ্চিত করার লক্ষ্যে ০৯টি ফ্লাওয়ার মিলস্ এজেন্সি কোম্পানী গুলোতে মোবাইল কোট পরিচালনা করেন। মোবাইল কোট পরিচালনার এক পর্যায়ে ফ্লাওয়ার মিলস্ কোম্পানী গুলোতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার করার দায়ে শাহ্পরান ফ্লাওয়ার মিলস্ লিঃ, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ প্লাস্টিক জাতীয় ২০০ বস্তা ব্যবহার করার দায়ে সুমন চন্দ্র ঘোষ (২৫), পিতা-রঞ্জিত চন্দ্র ঘোষ, সাং-২৬০ নম্বর কিকে রোড, থানা ও জেলা-নারায়ণগঞ্জকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ০৭ দিনের জেল এর আদেশ প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা পরিশোষ করে মুক্ত হয়। তার বিরুদ্ধে পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক ব্যবহার আইন এর ২০১০ সালের ১৪ ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত জরিমানা আদায় করেন। এ সংক্রান্তে ভ্রাম্যমান আদালতের মামলা নং ১৯৪/১৫ তারিখ ০৬/১২/২০১৫, ধারা পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক আইন এর ২০১০ সালের ১৪। বাকি ০৮টি ফ্লাওয়ার মিলস কোম্পানীতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার না করায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply