Tuesday, November 24th, 2015




ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে ড্যাফোডিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষ থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত সহজ এবং দীর্ঘমেয়াদি কিস্তিতে ল্যাপটপ কম্পিউটার কেনার সুযোগ দেবে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দিন ও ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, ড্যাফোডিল কম্পিউটার্সের কোম্পানি সচিব মো. মনির হোসেনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category