Saturday, December 5th, 2015




এই সরকারের আমলে সাংবাদিকরা সবচেয়ে স্বাধীন॥ নাঃগঞ্জে এমপি টিপু সুলতান

mp tipu sultaMAMUN EDITOR 2
বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ঢাকা থেকে প্রকাশিত ’দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার দ্বি-বার্ষীক পুর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের বি.বি রোডে অবস্থিত সিজলিং চাইনিজ রেসটুরেন্টে জমকালো আয়োজনে কেক কেটে জন্মবার্ষীকির পালন করা হয়।এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ন দিক ছিল বিভিন্ন পেশার মানুষকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা । পুরুস্কার দেয়া হয় দেশের জন্য যারা জীবন দিতেও ভয় করেননি,সেই মুক্তিযোদ্ধা,পেশাদার সাংবাদিক,বিভিন্ন পত্রিকার সম্পাদক,রিপোর্টার,ফটো সাংবাদিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিদের সহ মান্যগন্য ব্যাক্তিবর্গদের সম্মাননা দেয়া হয়।এই ধরনের অনুষ্ঠান নারায়ণগঞ্জে প্রথম এমন মন্তব্যও করেন অনেক সাংবাদিকরা।
উক্ত অনুষ্ঠানে অপরাধ রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদুর রহমান দিপুর সভাপতিত্বে সাইফুল্লাহ মাহমুদ টিটুর উপস্থাপনায় প্রধান অতিথির ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান এমপি বলেন,সাংবাদিকতা পেশা অত্যান্ত সম্মানি একটি পেশা,যে পেশাকে আমি সব সময় সম্মান জানাই । এই পেশার মাধ্যমে সমাজ তথা দেশের মানুষের কথা তুলে ধরা হয় । সাংবাদিকদের লেখনির মাধ্যমে একটি সংবাদ দেশ ও পৃতিবীতে মুহুত্বের মধ্যে ছরিয়ে পরে। যেটা অন্য কোন মাধ্যমে কখনও সম্ভব হবেনা । সাংবাদিকতা পেশা সমাজের আয়নার মত । আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায় তেমনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশের সকল খবর সহজেই পাওয়া যায় । স্বাধীনতা যুদ্ধের সময় সাংবাদিকদের সাহসিকতার কারনে আমরা সহজেই মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম । সেই সময় তাদের সাহসিকতা ও লেখনির মাধ্যমে পৃথিবীতে এই দেশের পরিচিতি দ্রুত লাভ করেছিল । বর্তমানে দেশের সরকার স্বাধীনতার স্বপক্ষের শক্তি হওয়ায় সবচেয়ে বেশী গনমাধ্যমের অনুমতি দিয়েছে । এতেই প্রমান হয় যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত বা যে কোন সংবাদ সহজেই প্রচার ও প্রকাশ করতে পারছেন। এই সরকার গনমাধ্যমকে সর্ম্পূন্ন স্বাধীনতা দিয়েছে । তবে তিনি তার বক্তব্যে সাংবাদিকদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশেরও অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপ-সিচব গোপাল চন্দ্র দাস বলেন,সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা অনেক অপরাধ সম্পর্কে অবগত হয়ে আইগত ব্যবস্থা নিতে পারি। সাংবাদিকদের ভয়ে আমরা অপরাধ করতে ভয় পাই । তাই সাংবাদিকদের আরো দায়িত্ববান হয়ে তাদের পেশাগত কাজ করতে হবে। সাংবাদিকতার মাধ্যমে দেশের সকল খবর সহজেই আমরা জানতে পারি।যদি একদিন সংবাদপত্র বন্ধ থাকে তাহলে কেউ জানতে পারবে না দেশে কি হচ্ছে। তাই সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম বলে তিনি তার বক্তব্য শেষ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,আবদুল্লাহ আল মামুন (প্রকাশক ও সম্পাদক নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ও ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক রাজপথ বার্তা),(সোনারগাঁ আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাড.সামসুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ পরিসখ্যান অফিসার সামসুজ্জামান,শাহ আলম রুপন (ভাইস চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা পরিষদ),মাহফুজুর রহমান কামাল (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোনারগাঁ উপজেলা পরিষদ), হিমাংসু সাহা (নেতা ওয়াকার্স পার্টি) মো: রফিকুল ইসলাম জাহিদ,সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন,শাহ আলম তালুকদার (সম্পাদক দৈনিক রুদ্রবার্তা),সপন চৌধুরী (সম্পাদক দৈনিক অগ্রবানী),মিকাঈল ইসলাম রাজ (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক আলোর তরী),শিশির চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালন দিগন্ত নিউজ ও ব্যবস্থাপনা সম্পাদক অপরাধ রিপোর্ট,আলী হোসেন (সমাজ সেবক ও চাকরিজীবি),দুলাল মিয়া (৫ নং ওয়াড কাউন্সিলর সোনারগাঁ পৌরসভা),গৌতম সাহা (নির্বাহী সম্পাদক,বিজয় বার্তা ২৪ ডট কম),মো: শফিকুল ইসলাম আরজু (প্রধান সম্পাদক,তথ্যপত্র) ও গোলাম কিবরিয়া খোকন (প্রধান সম্পাদক,দৈনিক নীরবাংলা) সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category