Thursday, November 26th, 2015




ইংলিশ মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘এমবি নীট ফ্যাশনের স্কলারশীপ : রেজিস্ট্রেশন চলছে

 

শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জে প্রথমবারের মত ইংলিশ মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘এমবি নীট ফ্যাশন স্কলারশীপ’ এর আয়োজন করেছে জেলার অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল ফিলোসোফিয়া। এমবি নীট ফ্যাশন-এর পক্ষ্য থেকে ইংলিশ মিডিয়াম ফিলোসোফিয়া স্কুল কতৃক এই স্কলারশীপ প্রদান করা হবে।
মেধাবী ছাএ-ছাত্রীদের প্রতিষ্ঠিত করা আর মেধা বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে এই স্কলারশীপের আয়োজন করেছেন ফিলোসোফিয়া স্কুল।
যে কোন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশীপের ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং ফর্ম সহ নির্ধারিত ফি ফিলোসোফিয়া স্কুলে প্রশাসনিক বিভাগে জমা দিতে হবে। অথবা শিক্ষার্থীদের অভিভাবকরা ফিলোসোফিয়া স্কুলে এসে রেজিস্ট্রেশন ফি সহ ফর্ম জমা দিতে পারবেন।
বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর চতুর্থ, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও এ স্কলারশীরে অংশ্রগ্রহনের জন্য আবেদন করতে পারবেন।
উপরোক্ত বিষয়ের সাথে এনসিটিবি বই এর সিলাবাস ও পরীক্ষায় যুক্ত করা হবে।
মাল্টিপল চয়েস (নৈবত্তিক) ভিত্তিক মোট ১০০ ন¤^রে পরীক্ষা গ্রহন করা হবে।
পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় এ+ পাওয়া শিক্ষার্থীদের স্কলারশীপ এর জন্য গ্রহন যোগ্য হিসেবে গণ্য করা হবে। প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র ৩০০ টাকা।
সকল ফরম ফিলোসোফিয়া স্কুলে ৬ ডিসে¤^রের মধ্যে জমা দিতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩শে ডিসে¤^র। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা।
যেকোন তথ্যের জন্য যোগাযোগের করুন ফোন: ০২-৭৬৪৬৬৮১ মেবাইল: ০১৭১-৩৩৬৯৯১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category