Saturday, September 27th, 2025




নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ১৫শ’ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ১ হাজার ৫০০শ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতরা হলো, যশোর জেলার কোতোয়লী
 থানাধীন চুড়ামনকাঠি এলাকার শেখ মোঃ আনোয়ার হোসেনের ছেলে
শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫) ও নরসিংদী জেলার শিবপুর থানাধীন মোল্লাবাড়ি এলাকার শামসুজ্জামান মোল্লার ছেলে  মোঃ সারোয়ার হোসেন (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,  গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ)/ বিরাজ দাস সঙ্গীয় এসআই(নিঃ)/ সজীব সাহা অভিজিৎ, এএসআই(নিঃ)/ উজ্জল কুমার মন্ডল , এএসআই(নিঃ)/ মোঃ সাঈদ আনোয়ার, কনস্টেবল আজিম মাহামুদ, কনস্টেবল মোজম্মেল হক অভিযান পরিচালনা করার সময় দুইজন ব্যক্তি জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাদের দুজনকে আটক করেন।
এ সময় শেখ মোহাম্মদ ফয়সালের হেফাজত থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ সারোয়ার হোসেনের হেফাজত থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট; সর্বমোট ১৫০০ (পনেরশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category