Wednesday, September 24th, 2025




রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ৫ টি ইউনিট কর্মীদের দুই ঘন্টার চেষ্টায় দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর আগুন জ্বলতে দেখে শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে৷ তবে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে কারখানা মেশিনারিজসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, গঙ্গানগর এলাকার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায়  বেলা ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ও আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category