নারায়ণগঞ্জ প্রতিদিন :
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন মোট ৭৭টি সার্বজনীন পূজা মন্ডপে চাল ও আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭৭টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের নগদ ৫ হাজার অর্থ ও ৫শ’ কেজি চালের ডেলিভারী অর্ডার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
এ বিষয়ে নারা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল জানান, শারদীয় দূর্গা পূজা পালন উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে অনুদান হিসাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫শ’ কেজি চাল ও নারায়ণগঞ্জে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
Leave a Reply