নারায়নগঞ্জের বন্দরে র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (বুধবার) দিবাগত রাত আনুমানিক পৌনে ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন জাংগাল হাজী পার্কিং এবং এসকিউ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই(নিঃ) খায়রুল বাশারসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনা করে একটি হায়েস মাইক্রোবাস যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ- ১৩-৮০৪৬ তে ৪ জন ব্যক্তিকে আটক করে । উক্ত মাইক্রোবাস তল্লাশীকালে তাদের নিকট থাকা ব্যাগের ভিতরে ৪টি র্যাবের ব্যবহৃত জ্যাকেট, ১ টি কালো রঙের হ্যান্ডকাফ, ১ টি খেলনা সদৃশ্য ওয়াকিটকি, ১ টি সিগন্যাল লাইট, ১ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ও ২ টি স্কচটেপ পাওয়া যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা র্যাব পরিচয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটায়।
আটককৃত হলো, মোঃ আলমগীর হোসেন (৪২),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, বাংলাদেশ সেনাবাহিনী), পিতাঃ মৃত দলিল উদ্দিন খন্দকার, সাং-চররঘুনাথদ্দী, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, মোঃ মামুন সরকার (৪৩),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, রাজেন্দ্রপুর সেনানিবাস), পিতাঃ আব্দুল হক সরকার, সাং-আউলিয়াপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, মোঃ এনামুল হক(৩৩), পিতাঃ মৃত আব্দুল কদ্দুস, সাং-গেরাবুনীয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা, মোঃ শফিকুল ইসলাম (৫৬), পিতাঃ আনোয়ার আলী, সাং-রামনগর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী ।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply