Wednesday, July 23rd, 2025




হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

 

নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন জেলা প্রশাসন। বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতে তিনি রাজধানীর উত্তরায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

এসময় তিনি আরও বলেন , ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নকল ও ভেজাল পণ্য বর্জন সহ মানবিক আচরণ নিশ্চিত করার আহবান জানান।অ

তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সরোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category