Thursday, December 3rd, 2015




সোনারগাঁ-তারাব পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা

01(1)
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আসন্ন সোনারগাঁ ও তারাব পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে উপজেলা নির্বাচন কমিশন কমিশন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১০ জন মেয়র ও ১০৩ জন কাউন্সিলর প্রার্থী। যাদের মধ্যে আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহ প্রার্থীরাও রয়েছেন। দুটি পৌরসভা নির্বাচনে পুরুষ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৭ জন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার মো: ওমর ফারুক ও রূপগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা হাবিবা আক্তারের নিকট মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জামান। রূপগঞ্জ: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত হাসিনা গাজী, বিএনপি মনোনীত নাছিরউদ্দিন আহম্মেদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ইসলামিক শাসনতন্ত্রের মনোনীত সিব্বির আহম্মেদ। এছাড়া ৫৭ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা তাদের সমর্থিত লোকজনকে সাথে নিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. লোকমান হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা গাজী সহ¯্রাধিক আওয়ামী মহিলা লীগের নেতাকর্মী সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের কাছের লোক খ্যাত বিএনপি নেতা নাছিরউদ্দিন আহম্মেদকে দলীয় মনোনয়ন দেয়ায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামদলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সোনারগাঁ: সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী সাংসদ নজরুল ইসলামের ভগ্নিপতি ও আওয়ামী আইনজীবী যুব পরিষদের আহবায়ক এড. ফজলে রাব্বী, বিএনপির প্রার্থী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান পৌর মেয়র সাদেকুর রহমান, স্বতন্ত্র আজাদ নজরুল ও নাগরিক কমিটির ব্যানারে সাইদুর রহমান মনোনয়ন পত্র জমা দেন।আর কাউন্সিলর পুরুষ পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category