Tuesday, August 5th, 2025




সিদ্ধিরগঞ্জে হেরোইন সহ মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রবিবার ৩ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনি রেললাইন ব্রিজের উপরে মাদক বিক্রি করার সময় অভিযান চালিয়ে তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলেন নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনি এলাকার মৃত ইসরাফিলের ছেলে মো: রাসেল (২৪)। এরই সাথে একই এলাকার খলিলের ছেলে মুরাদ ওরফে পিচ্চি মুরাদকে পলাতক আসামি করা হয়।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলমের নেতৃত্বে এএসআই রাশেদুল ইসলামের বিশেষ অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি রাসেলকে ২২৫ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হন এবং পলাতক আসামি মুরাদ পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক বিরোধী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category