Tuesday, December 1st, 2015




সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের হস্তক্ষেপে এক শিক্ষার্থী ফিরে পেলো অতিরিক্ত টাকা

নিজস্ব সংবাদদাতা,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের নির্দেশক্রমে ও গভর্নিংবোডির সিদ্ধান্ত মোতাবেক বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ব্যতিত ফরম পুরণ বাবদ এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত সমুদয় টাকা অভিভাবকদের নিকট ফেরত দিয়েছে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নূর ইসলাম জানান,স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং সরকারি বিধিমালার প্রতি সম্মান প্রদর্শন করে পরিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা গতকাল মঙ্গলবার প্রত্যেকের অভিভাবকের কাছে ফেরত দেওয়া হয়েছে। বিদ্যালয়ের গভর্নিংবটির সভাপতি সংসদ সদস্য একে এম শামীম ওসমান টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করার পর তাৎক্ষণিক মিটিং বসে গভর্নিংবডির সকল সদস্যদের সম্মতিক্রমে টাকা গুলো ফেরত প্রদান করা হয়েছে।
জানা গেছে, ২ হাজার ৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরুণ বাবদ বোর্ড নির্ধারিত ফি হলো-মানবিক ও বাণিজ্য শাখায় ১ হাজার ৩৫৫ এবং বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৪৪৫ টাকা।বেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আদায় করেছিল ৪ হাজার ৬২০ টাকা।অথচ রশিদ প্রদান করা হয়েছে ২ হাজার ১৩৫ টাকা। অতিরিক্ত নিয়েছিল,ব্যাংক ড্রাফ বাবদ ৮৫ টাকা, উন্নয়ন ফি ৫০০ টাকা, কোচিং ফি ১ হাজার ৬০০ টাকা ও মডেল টেস্ট ফি ৩০০ টাকা করে। বিদ্যালয়টি থেকে প্রায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী ফরম পূরণ করেছে।অতিরিক্ত টাকা ফেরত পেয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category