সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক ক্যানেলপাড় এলাকায় পানি উন্নয়ণ বোর্ডের সরকারী পরিত্যক্ত জমিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পুনর্বাসন সোসাইটি’র নাসিক ২নং ওয়ার্ড কমিটির কার্যালয় নির্মানকালে থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার নির্দেশ উপেক্ষা করে মোমিন বাহিনীর হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ ২ জন আহত হয়েছে।ভাংচুর লুটপাট করা হয়েছে অর্ধলাখ টাকার মালামাল।গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার সমর্থন নিয়ে নাসিক ২নং ওয়ার্ড যুব কমান্ড শাখার নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা সকালে কার্যালয় নির্মান করছিল। ইতিমধ্যে গত এক সপ্তাহ আগে ওয়ার্ড কমিটি তাদের নির্ধারিত কার্যালয়ের স্থানটিকে সিমেন্টের খুটি বসিয়ে ও বাশঁ কাঠ দিয়ে বেড়া তৈরী করে সংগঠনের সাইনবোর্ড স্থাপন করেছিল। ঐ স্থানে কাঠ ও টিন নিয়ে কাজ করার সময় স্থানীয় ভুমিদস্যূ মমিন মিয়ার নেতৃত্বে তার ভাড়াটিয়া চিহ্নিত মাদকসেবী ও বখাটে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্রসহ নিয়ে হামলা চালিয়ে নির্মিত কার্যালয়ের ঘরের বাশঁ,খুটি ও টিনসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট এবং তাদের মারধরে আহত হয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ও পুর্নবাসন সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকান্দার আলী মোল্লা ও নাসিক ২নং ওয়ার্ড যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক আ:রশিদ। সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডে এলাকায় বিরাজ করছে তীব্র ক্ষোভ। খবর পেয়ে দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সামছুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে নাসিক ২নং ওয়ার্ড যুব কমান্ডের সভাপতি মো:আরিফ খান এ প্রতিবেদকে জানায়, স্থানীয় চিহ্নিত ভুমিদস্যূ মমিন মিয়া তার বাড়ীর পাশে সরকারী জমিতে দোকান ঘর তুলে সাধারন গরীব মানুষের নিকট ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে আসছিল। আমরা ওয়ার্ড কার্যালয়ের জন্য ঘর নির্মাণ করতে গেলে সে আমাদের নিকট জায়গার জন্য ভাড়া দাবী করে। আমরা সরকারী সম্পত্তির ভাড়া তাকে দিতে অসম্মতি জানালে সে ঈর্শান্বিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধাসহ আমাদের সংগঠনের দুই নেতাকে মারধর করে শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনার পর মোবাইলে থানা পুলিশ জানিয়েছি।
Leave a Reply