Thursday, November 19th, 2015




শুধু মেয়র প্রার্থীরাই পাচ্ছেন দলীয় প্রতীক

বিশেষ প্রতিবেদন,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : রাজনতৈকি দলরে সরাসরি অংশগ্রহণ নশ্চিতি করতে জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) বলি-২০১৫ পাস হয়ছে। সে অনুযায়ী পৌরসভার ময়ের র্প্রাথীরা স্ব স্ব দলীয় প্রতীক বরাদ্দ পাবনে। আর কাউন্সলি র্প্রাথীদরে আগরে মতোই প্রতীক বরাদ্দ দয়ো হব।
বৃহস্পতবিার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনে বলিটি পাসরে প্রস্তাব উত্থাপন করনে। তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে বলিটরি উপর জনমত যাচাই ও বাছাই কমটিতিে পাঠানোর প্রস্তাব উত্থাপন করলওে তা নাকচ হয়ে যায়। এ প্রস্তাব উত্থাপন করনে বরিোধী দল জাতীয় র্পাটরি নূরুল ইসলাম ওমর, ফখরুল ইমাম, সলেমি উদ্দনি, আবদুল মতনি, পীর ফজলুর রহমান ও নূরুল ইসলাম মলিন এবং স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও হাজী মো. সলেমি।
বলি পাসরে আগে ময়ের পদে দলীয় প্রতীকরে পাশাপাশি কাউন্সলির পদওে দলীয় প্রতীক বরাদ্দ দয়োর বধিান অর্ন্তভুক্ত করতে সংশোধনী প্রস্তাব দনে সরকাররে শরকি দল ওর্য়ার্কাস র্পাটরি এমপরিা। র্পাটরি সাধারণ সম্পাদক ফজলে হোসনে বাদশা, অ্যাডভোকটে মুস্তফা লুৎফুল্লাহ ও টপিু সুলতান পৃথকভাবে এ প্রস্তাব উত্থাপন করনে। তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। তবে সরকারি দলরে সদস্যদরে উত্থাপতি কয়কেটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।বলিটি এখন রাষ্ট্রপতি অনুমোদন করলে তা আইনে পরণিত হব। এরপর গত ২ নভম্বের পৌর আইন সংশোধন করে রাষ্ট্রপতরি জারি করা অধ্যাদশে বাতলি হয়ে যাব। ১৫ নভম্বের জাতীয় সংসদে বহুল আলোচতি এ বলিটি উত্থাপনরে পর তা অধকিতর পরীক্ষা-নরিীক্ষার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সর্ম্পকতি সংসদীয় কমটিতিে পাঠানো হয়। বুধবার বলিটি পাসরে সুপারশি করে সংসদে প্রতবিদেন জমা দয়ে সংসদীয় কমটি।িবদিশেী নাগরকিরে তথ্য সংগ্রহে বলি : বদিশেী নাগরকিদরে তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সংসদে বদিশেী নবিন্ধন বলি-২০১৫ উত্থাপন করা হয়ছে।সরকারদলীয় সদস্য মো. ইসরাফলি আলম তা উত্থাপন করনে। পরে বলিটি বসেরকারি সদস্যদরে বলি ও বসেরকারি সদস্য সদ্ধিান্ত প্রস্তাব সর্ম্পকতি সংসদীয় স্থায়ী কমটিতিে পাঠানো হয়।বলিে বদিশেী নবিন্ধনকারী র্কতৃপক্ষ গঠনরে প্রস্তাব করা হয়ছে। বলা হয়ছে, এ আইনরে উদ্দশ্যে পূরণরে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে নয়িন্ত্রণাধীনে বদিশেী নবিন্ধন সলে নামে একটি নবিন্ধন সলে থাকব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে নজিস্ব র্অগানোগ্রাম অর্ন্তভুক্ত জনবলরে সমন্বয়ে তা পরচিালতি হব। প্রচলতি অন্য কোনো আইনে যাই থাকুক না কনে, নবিন্ধন ফরমে মথ্যিা তথ্য প্রদান করে বাংলাদশেে প্রবশে শাস্তযিোগ্য অপরাধ বলে ববিচেতি হব। কোনো ব্যক্তি বা প্রতষ্ঠিান এই বধিান লংঘন করলে তনিি বা ওই প্রতষ্ঠিান এই আইনরে অধীনে অপরাধ করছেনে বলে গণ্য হব। এই অপরাধে সংশ্লষ্টি ব্যক্তি বা প্রতষ্ঠিানরে বরিুদ্ধে এক লাখ টাকা র্অথদণ্ডে দণ্ডতি হবনে। অনাদায়ে এক মাসরে কারাদণ্ডে দণ্ডতি হবনে।সবার শ্রমরে র্মযাদা দতিে বলি : কৃষি শ্রমকি থকেে মালসিহ অপ্রাতষ্ঠিানকি খাতরে সব শ্রমকিরে শ্রমরে র্মযাদা দয়োর বধিানরে প্রস্তাব করে সংসদে একটি বসেরকারি বলি উত্থাপতি হয়ছে। তা উত্থাপন করনে সরকারদলীয় সদস্য ইসরাফলি আলম। বলিটি পরীক্ষা-নরিীক্ষার জন্য বসেরকারি সদস্যদরে বলি ও সদ্ধিান্ত প্রস্তাব সর্ম্পকতি সংসদীয় স্থায়ী কমটিতিে পাঠানো হয়ছে।
বলিে বলা হয়ছে, দশেরে প্রায় ৮৭ শতাংশ শ্রমজীবী মানুষ অপ্রাতষ্ঠিানকি খাতে অসংগঠতি অবস্থায় বভিন্নি পশোয় নয়িোজতি। তারা প্রচলতি শ্রম আইন প্রদত্ত অধকিার, সুযোগ-সুবধিা হতে বঞ্চতি। এ বলিটি প্রণয়নরে ফলে তাদরে আইনি ও সামাজকি র্মযাদা প্রদান করবে এবং বলিটি আইনে পরণিত হলে প্রাতষ্ঠিানকি ও অপ্রাতষ্ঠিানকি খাতরে বষৈম্যমূলক পরবিশে কমে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category