Friday, November 20th, 2015




রাস্তার উন্নয়ন নিয় লিটন ও আসলাম ব্যর্থতার পরিচয় দিয়েছে

নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : ঘনিয়ে এসেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও ফতুল্লা এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান লিটন ও ৮নং ওয়ার্ড এনায়েতনগর ইউপি মেম্বার (সদস্য) আসলাম মন্ডলের অবহেলায় এখনো দিন কাটাচ্ছে এলাকাবাসী।

নির্বাচনের পূর্বে তারা রাস্তার উন্নয়ন করার যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সম্পন্ন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অথচ অন্যান্য ওয়ার্ডের মেম্বাররা প্রতিশ্রুতি না দিয়েও এলাকাবাসীর জন্য উন্নয়ন কাজ করে গেছেন।

তাদের এ অবহেলার কারণে দীর্ঘদিন যাবৎ মাসদাইর ৮নং ওয়ার্ডের বেকারির মোড় থেকে জামালের গেরেজ ও পতেঙ্গার মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার কারনে নানা সমস্যায় এলাকাবাসী। নির্বাচনের পূর্বে এ রাস্তা দু’টির কাজ শুরুতেই সম্পন্ন করার কথা থাকলেও এক নির্বাচনের মেয়াদ শেষ হয়ে আবারো নির্বাচন ফিরে আসলেও সেই রাস্তার কাজ এখনো শুরু করা হয়নি। ফলে চেয়ারম্যান ও মেম্বারের উপরে এলাকাবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী লাইভ নারায়ণগঞ্জকে জানায়, এনায়েতনগর ইউপি নির্বাচনের প্রচারণার সময় চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন এলাকার সকল রাস্তার উন্নয়ন করবে বলে আশ্বাস দিয়েছিলো। তিনি প্রচারণা চলাকালীণ সময় বেকারির মোড় থেকে জামালের গেরেজ ও পতেঙ্গার মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশার কথা এলাকাবাসীর কাছ থেকে শোনার পরে নির্বাচিত হবার পরপরই এর উন্নয়ন কাজ সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন। সেইসময় তিনি বেকারির মোড় থেকে জামালের গেরেজ মোড় পর্যন্ত রাস্তাটিতে খানিকটা সংস্কার করে এতে ইট বিছিয়েও দিয়েছিলেন এবং নির্বাচনের পরে এতে ড্রেন নির্মাণ করেছিলেন। তবে ড্রেনটি নির্মানের ১সপ্তাহ পরই ভেঙ্গে পড়ে।

এলাকাবাসীর দাবী, এনায়েত নগর ইউপি নির্বাচনের পরে এলাকার ইউপি সদস্য এ রাস্তা সংস্কার ও ড্রেন নির্মান করার জন্য পর্যাপ্ত পরিমান অর্থ সরকারী তহবিল থেকে আনা সত্বেও রাস্তা ও ড্রেনের কাজ নিন্ম মানের মালামাল দিয়ে করেছিল। বাকী যে টাকাগুলো ছিলো তা তারা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করে ফেলে। এ নিন্ম মানের মালামাল ব্যবহারে রাস্তাটি দ্রুত নষ্ট হয় এবং ড্রেনটি ভেঙ্গে পড়ে। রাস্তাটি নষ্ট হবার আরেকটি বিশেষ কারন হচ্ছে, প্রতিনিয়তই চলাচল করে ৫-১০ টন ওজনের ইট, বালু ও সিমেন্টবহী ট্রাক।

মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উক্ত রাস্তাটিতে ট্রাক চলাচলে নিষেধ করলেও এলাকার আনন্দ এন্টারপ্রাইজের মালিক খামখেয়ালীতে তা সম্ভব হয়নি। ভাঙ্গা রাস্তার কারনে বৃষ্টির মৌসুমে এ রাস্তা দিয়ে ঠিক ভাবে চলাচল করাও মুষকিল হয়ে পড়ে। রিকশা দিয়ে চলাচল করতে গেলেও যাত্রীদের অতিরিক্ত ভাড়াসহ নানা ভোগান্তিতে পরতে হচ্ছে। তাই ৮নং ওয়ার্ড এলাকাবাসী এনায়েত নগর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লিটন ও মেম্বার মোঃ আসলাম মন্ডলকে তাদের এ সমস্যার কথা বার বার জানালেও তার কোন সমাধান হচ্ছেনা। সেইসাথে তারা নির্বাচিত হওয়ার দীর্ঘদিন পারেও বেকারির মোড় থেকে পতেঙ্গার মোড় পর্যন্ত রাস্তাটির উন্নয়ন কাজ নানা অযুহাত দেখিয়ে এখনো শুরু করতে পারেনি।
এলাকাবাসী মনে করছেন আগামী নির্বাচনে তারা সকল রাস্তার উন্নয়নের আশা দিয়ে নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন হয়তো।

এ ব্যপারে এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান লিটন লাইভ নারায়ণগঞ্জকে জানান, বেকারির মোড় থেকে জামালের গেরেজ মোড় পর্যন্ত রাস্তাটির টেন্ডার দেয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এর কাজ শুরু করা হবে। আর বেকারির মোড় থেকে পতেঙ্গার মোড় পর্যন্ত রাস্তাটির টেন্ডার ডিসেম্বর মাসের পরে দেয়া হবে। অতি শিঘ্রই সকল রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category