Sunday, November 29th, 2015




রাজধানীতে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

20-s-03
ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : রাজধানীর তেজগাঁও ও কলাবাগান এলাকা থেকে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাতে ওই লাশ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া একজন হলেন- আফসানা আক্তার বাবলি (২০)। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। বাবলি পরিবারের সঙ্গে কলাবাগান প্রথম লেনের একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম আবু বকর।
  এছাড়া মিলন মিয়া (১৮) নামে তেজগাঁওয়ের পলিটেকটিক ইনস্টিটিউটের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সেলিম মিয়ার ছেলে।
 তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার রাত ১১টার দিকে বাসার লোহার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলনের লাশটি উদ্ধার করে। পচে দুর্গন্ধ ছড়ানোর ফলে প্রতিবেশীরা থানায় খবর দেন। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 এদিকে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) জবির উদ্দিন আহমেদ জানান, কলাবাগান প্রথম লেনের ১/২৫/বি নম্বর ভবনের নিচতলার একটি বাসার দরজা ভেঙে শনিবার রাত ১২টার দিকে আফসানা আক্তার বাবলির লাশ উদ্ধার করা হয়।
 রোববার সকাল সোয়া ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই জবির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category