Monday, November 30th, 2015




মেহেরপুরে কথিত বন্দুক যুদ্ধে বিএনপি কর্মি নিহত

3_15884
ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : মেহেরপুর জেলা শহরে বামনপাড়া মোড়ের মাঠে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী রমজান আলী (৪৮) সদর উপজেলার রাজনগর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।
 মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রাজনগর গ্রামে পুলিশের অস্ত্র কেড়ে নেয়া, পুলিশকে প্রহারসহ ৬টি মামলার আসামি। তাকে রোববার বিকেলে ডিবি পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে গত রাতে (রোববার রাতে) পুলিশ বন্দর গ্রামে অস্ত্র উদ্ধারে যায়। এসময় বন্দর মোড়ে ওঁৎ পেতে থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় রমজান পালাবার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। রাতেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category