Thursday, November 26th, 2015




মুসফিককে হারিয়ে একধাপ এগিয়ে সাকিব

shakib_13910

ক্রিড়া প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। লো স্কোরিং ম্যাচে মাত্র ১০৯ রানের সংগ্রহ নিয়ে লড়াই করে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।  আগের দুই ম্যাচ ১ রানে হারার পর আজ ৬ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দশা সিলেট সুপার স্টার্স।

রংপুর রাইডার্সের দেয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট সুপার স্টার্স। প্রথম ওভারে জশোয়া কবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। মাঝে বিরতি দিয়ে আরেক ওপেনার মুনাবীরাকে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার।এরপর ব্যাটিং করে দলের ইনিংস গড়ার দায়িত্ব নেন মুমিনুল হক। তবে ব্যক্তিগত ২৯ রানে পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরতে হয় তাকে। পরের ওভারে নাজমুল ইসলাম অপুকে ফেরান সেনানায়েকে। দলীয় ৫৬ রানে সানি বোপারাকে ফেরালে খেলার নিয়ন্ত্রণ হাতে নেয় রংপুর।

 এরপর নাসুম আহমেদকে নিয়ে রান সংগ্রহে নামেন অধিনায়ক মুশফিক। দলীয় ৭৩ রানে নাসুমকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন আবু জায়েদ। ১৭তম ওভারের প্রথম বলেই নাজমুল হোসেন মিলনকে ফিরিয়ে রংপুরকে খেলায় ফিরিয়ে আনেন সাকিব।
 রংপুর রাইডার্সের পক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার সাকিব। ৫ রান দিয়ে ২টি উইকেট পান আবু জায়েদ। এছাড়া পেরেরা, সানি এবং সেনানায়েকে ১টি করে উইকেট পান।
 এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বসিত সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করে সাকিব বলেন, আজকের ম্যাচটি আমাদের জন্যে গুরুত্বপূর্ণ ছিল। চার ম্যাচে এটি আমাদের তৃতীয় জয়। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকার সুযোগ আরও বেড়ে গেল। আজকের ম্যাচটি ক্লোজ ছিল বলে বেশি ভালো লেগেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category